উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৩:২৫ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এমন একটি আদেশ জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৩ আগষ্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম এর সাক্ষরিত আদেশের স্বারক নম্বর হলো- ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩. ১৭/২৭০/১(৩০)

মো. নুরুল আবছার কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরুতেই চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ। মূলতঃ তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

আসিয়ান পার্লামেন্টারিয়ান দলের বৈঠক ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান ...

টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়ায় প্রথম গভীর নলকূপে পানি, স্বস্তি স্থানীয়দের

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফের দুর্গম পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া গ্রামে ১ম বারের মত গভীর নলকুপে ...