প্রকাশিত: ০৬/০৫/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৫ এএম

নিউজ ডেস্ক::

এবার চট্টগ্রামে বাসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসের চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন— বাস চালক মো রাসেল ও হেলপার মো. হানিফ। গতকাল দুপুরে নগরীর ওয়াসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বহদ্দারহাটগামী ১০ নম্বর বাসে ওঠে ওই যাত্রী। তখন ওই বাসে যাত্রী ছিল দুইজন। কিছুদূর যাওয়ার পর ওই যাত্রীর সন্দেহ হলে গাড়ি থেকে নামার চেষ্টা করে। তখন বাসের হেলপার ওই ছাত্রীর হাত ধরে নামতে বাধা দেয়। যানজট থাকায় গাড়ি থামলে হেলপারের হাতে কলম দিয়ে আঘাত করে বাস থেকে নেমে আসেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এসে সহপাঠীদের ঘটনাটি জানান। কিছুক্ষণ পর বাসটি ওই এলাকায় এলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসচালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরে চকবাজার থানা পুলিশ তাদের     উদ্ধার করে।

পাঠকের মতামত

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...