প্রকাশিত: ১৩/০৪/২০২০ ৭:০৮ পিএম

ঢাকা থেকে উখিয়ায় আসা এনজিও কর্মী হোম কোয়ারেন্টাইনে পাটালেন ইউএনও

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকায় ফরিদ আলমের ভাড়া বাড়িতে সদ্য ঢাকা ফেরত একজন এনজিও কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাটালেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।

স্থানীয়রা জানান, ওই এনজিও কর্মী ১৫ দিন পূর্বে কক্সবাজারে এনজিও সংস্থার কার্যক্রম বন্ধ হওয়ায় ঢাকা চলে যান। কিন্ত গতকাল রবিবার আবার কক্সবাজার এসে লক ডাউন উখিয়ার ভাড়া করা বাসায় উঠেন। এ খবরে এলাকাবাসী বিষয়টি উখিয়ার ইউএনওকে অবগত করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমি ঘটনা শোনার পরে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করি এবং ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি এনজিও কর্মীটি এনজিও সংস্থা সুশীলনের প্রজেক্ট কোর্ডিনেটর। এছাড়া উক্ত এনজিও কর্মী কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা থেকে উখিয়া আসেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, এনজিও সংস্থার এই কর্মীকে কক্সবাজার হোম কোয়ারান্টাইন পাঠানো হয়েছে এনজিও সংস্থার নিজস্ব গেষ্ট হাউসে।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...