প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৯:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
আশুগঞ্জে সঞ্চালন লাইনের ক্ষতি পুষিয়ে আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি আশা করলেও এই মুহূর্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

২২ মে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আশুগঞ্জে সঞ্চালন লাইন ভেঙে পড়ায় এই দুর্ভোগ। লাইন মেরামতে ৬-৭ মাস লাগলেও আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে না পারা ও সরবরাহ লাইনে ঘাটতি রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে ভাল অবস্থায় যেতে আরও তিন বছর লাগবে। ট্রান্সমিশনে (সঞ্চালন লাইন) এখনও ঘাটতি আছে, কাজ চলছে। চীন সরকারের কাছ থেকে আমাদের যে অর্থ পাওয়ার কথা সেগুলো প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে একটা ভালো জায়গায় যেতে ৩-৪ বছর লেগে যাবে।’

আসন্ন রমজান মাসে বিদ্যুতের সংকট হবে কি না-এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি পরিস্থিতি ভালোর দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে।’

নসরুল হামিদ বলেন, ‘তবে আমি বলতে পারি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আমরা দিতে পারব না। এটা হতে হতে আমাদের আরও ৩-৪ বছর লেগে যাবে।’

দেশবাসী বিষয়টি বুঝবেন বলে আশা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বড় প্র্রকল্পগুলো এখনও আসেনি, সেগুলো আসতে সময় লাগছে। আমি মনে করি, দেশবাসী যারা আছেন, যারা গ্রাহক আছেন, সবাই আমাদের অবস্থাটা বুঝতে পারবেন। আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো অবস্থার দিকে যাব।’

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...