প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার উখিয়ার চাঞ্চল্যকর স্ত্রী হত্যাকারী ছৈয়দ হোছন (৩৫) কে পুলিশ শুক্রবার ভোর রাতে ঢাকার দক্ষিণ খান থানা রাস্তার মোড় থেকে আটক করেছে। সে গত ১ জুন দুপুর আড়াইটার দিকে পরকিয়া প্রেমের জের ধরে তার স্ত্রী মনজুরা বেগম (২৮) কে উপর্যপুরি ছুরিকাঘাত করে ঘটনাস্থলে হত্যা করেছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রতœাপালং ইউনিয়নের তুলাতলী নাককাটা ঘোনা হতদরিদ্র খুইল্যা মিয়ার মেয়ে মনজুরা বেগমের সহিত একই গ্রামের মৃত সোনা আলীর ছেলে ছৈয়দ হোছনের সাথে বিয়ে হয় প্রায় ১৮ বছর আগে। তাদের ঘরে ৮ ও ৭ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। মনজুরা বেগমের ভাই মোহাম্মদ আলী জানায়, ছৈয়দ হোছন একজন মাদক সেবী।

এছাড়া সে ইয়াবা ব্যবসায় জড়িত ছিল। তার বোনকে ভাত কাপড় না দিয়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার ঘটনায় মনজুরা বেগম পিতার বাড়িতে চলে আসে। ঘটনার দিন কথা আছে মর্মে মনজুরা বেগমকে বাড়ীতে ডেকে এনে কিছু বোঝে উঠার আগেই পাষন্ড স্বামী তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে আত্মগোপন করে।

এঘটনায় খুইল্যা মিয়া বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আনিস জানান, হত্যা মামলা এ আসামী ভারতে পালিয়ে যাওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিল। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে ভোর রাতেই তাকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...