প্রকাশিত: ০৩/০৭/২০২১ ৬:৪৬ পিএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা::
কক্সবাজারের উখিয়ায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার(৩৩) কে একমাসের বিনাশ্রম এক মাসের ও হলদিয়াপালং ইউনিয়নের হাতির ঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে বশির(৩৫) কে ১৫ দিনের এবং রত্নাপালং ইউনিয়নের খুন্দকারপাড়ার ইয়াছিনের ছেলে শফিউল করিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘লকডাউন বাস্তবায়নে শনিবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন। যারা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া, যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সর্তক করা হচ্ছে।’

তিনি আরও বলেন, লকডাউনের পুরো সময়জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...