প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ৯:৫৭ এএম

Pic Ukhiya 23-08-2016স্টাফ রির্পোটার::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামী স্বদেশ বডুয়া প্রকাশ স্বদেশ মুন্সী (৪০) কে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে কোটবাজার স্টেশন হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজা পালং ইউনিয়নের রেজুরকুল গ্রামের মৃত বিনঞ্জ বডুয়ার ছেলে।
উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় স্বদেশ বডুয়ার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করেন। দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়ানোর জন্য তিনি আত্বগোপনে ছিল।
আদালত সূত্রে জানা যায়,উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মহাজন পাড়া গ্রামের পরিবহন ড্রাইভার সুধীর বড়ুয়ার স্ত্রী রিনাবডুয়া(২৮) কে ধর্ষনের অপচেষ্টা ও শীলতাহানী করার অভিযোগে স্বদেশ বডুয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের রুজু করা হয়।মামলায় অভিযোগ করা হয় স্বামীর অনুপস্থিতির সুযোগে স্বদেশ বডুয়ার নেত্বত্বে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্ত্রী রিনা বডুয়াকে জোর পৃর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় স্বামী সুধীর বডুয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে।

পাঠকের মতামত

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...