প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৫৬ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রতœা পালং এলাকায় মাদক দ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২৭পিস ইয়াবাসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন। সোমবার দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিনের আদালতে হাজির করা হলে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। রতœাপালং ইউনিয়নের মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরী (৪০)কে ১ বছরের সাজা। বাকী ৪জনকে জনপ্রতি ৩মাস করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটক কৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং এলাকার মোঃ ফেরদৌসের ছেলে আবুল কালাম, রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকার আলী আহামদের ছেলে জাহেদ আলম, রামু খুনিয়াপালং এলাকার আব্দুল গফুরের ছেলে আক্তার কামাল ও রতœাপালং ইউনিয়নের গয়াল মারা এলাকার আবুল কাশেমের ছেলে আবু ছিদ্দিক।

মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রতœা পালং এলকায় মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৭পিস ইয়াবাসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়। উখিয়া থানা ওসি আবুল খায়ের এবিষয়ের সত্যতা স্বীকার করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়ায় মাদক র্নিমুলে সর্বদা অভিযান পরিচালনা করবেন বলে ঘোষনা দেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...