প্রকাশিত: ০২/১১/২০১৬ ৭:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পানবাজার এলাকা থেকে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন- উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের পশ্চিম হলদিয়া গ্রামের ঘুরা মিয়ার ছেলে মো.আলমগীর (২৫) ও রামু উপজেলার পশ্চিম শিয়াপাড়ার পানের ছড়া গ্রামের সুরুত আলমের ছেলে মো.আইয়ূব আলী (১৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। এসময় দুইটি মোবাইল ফোন, তিনটি রবি সিম কার্ড ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...