প্রকাশিত: ০২/১১/২০১৬ ৭:১২ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া  :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম থাইংখালী গ্রামের হতদরিদ্র আব্দুর রহমানের কিশোরী আসমা আক্তার (১৪) কে অস্ত্রের মূখে জিম্মি করে জোরপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থাইংখালী রহমতের বিল গ্রামের মোঃ হোছন, নুরুল হক, নুরুল আমিন ও কপিল উদ্দিন সহ অস্ত্রধারীরা গরীব অসহায় দিন মজুর আব্দুর রহমানের কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি, উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু কে বিষয়টি জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা অভিযোগ পেলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। চেয়ারম্যান আরো জানান, মোঃ হোছন ও তার ছেলে নুরুল হক প্রকৃত সন্ত্রাসী কায়দার লোক, তারা দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। হঠাৎ করে দেড় বছরের মাথায় নুরুল হক ইয়াবা ব্যবসা করে কোটিপতি হওয়ায় সে কারো কথা কর্ণপাত করে না। তবে তাদের কারনে এলাকার আইনশৃংখলা চোরাচালান আসংখ্যা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যান আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত হতদরিদ্র অসহায় দিন মজুর আব্দুর রহমানের কিশোরী কন্যা উদ্ধার হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ব্যাক্তিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...