প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

রফিক মাহমুদ,উখিয়া ::
উখিয়ার কোটবাজারে গভীর রাতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২ টি দোকান ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে স্বক্ষম হয়।

প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছে ১৫ জুন দিবাগত রাত ১টার দিকে উখিয়া উপজেলার ব্যস্ততম ষ্টেশন কোটবাজারের হাকিম ট্রেড সেন্টার নামক মার্কেটের নিচ তলায় গলির ভেতরে অবস্থিত একটি মোবাইল অপরেটর ও সার্ভিস সেন্টারে রাত ১টার দিকে আগুন লাগে। আগুনের কুন্ডলী ও প্রচন্ড ধোয়া দেখতে পেয়ে মাকের্টের ব্যবসায়ী ও এলাকার লোকজন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায়কিসলো ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনতে স্বক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে মার্কেটের ভেতর একটি দোকান সম্পূর্ণ পুড়েগেছে আর একটি দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখনও ক্ষয় ক্ষতির পরিমান জানাযায়নি। কোথায় থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। বিদ্যুৎ এর শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকানটি স্থানীয় ব্যবসায়ী টিটুর দোকান বলে জানাগেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর স্থানীয়  যুবক  নিখোঁজ, জঙ্গলে উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ তিন ...

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম ...