প্রকাশিত: ১০/০১/২০১৮ ৯:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৪ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কোটবাজারে  বুধবার সন্ধ্যায় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় বিক্ষোদ্ব জনতা পুলিশের ভ্যান গাড়ি ব্যারিকেটের চেষ্টা করলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে চত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ।
রতœা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়া দুঃখ জনক। এধরনের অনাকাংখিত ঘটনা কারো জন্য কাম্য নই। আগামীতে পুলিশ ও জনগনের মধ্যে ভুলবুঝাবুঝি না হয় সে ব্যয়পারে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটবাজার ষ্টেশনের দক্ষিণপাশে মসজিদ-পিনজিরকুল সড়কে রোহিঙ্গাদের ত্রান সামগ্রীর বাজার বসে। রোহিঙ্গা ক্যাম্প থেকে চাল,ডাল, কম্বল, সাবান, তৈল,চিনি,লবন,শাড়ি,লুঙ্গি, দুধ,থুতপেষ্টসহ নানা নিত্যপন্য সংগ্রহ করে কোটবাজারে প্রকাশ্য বেচা বিক্রয় করে আসছে।
সস্তায় এ সব নিত্যপন্য ক্রয় করতে কোটবাজারে ক্রেতাদের ভিড় জমে। কোটবাজারের ওই সড়ককে বর্মাইয়া বাজার হিসাবে সকলের কাছে পরিচিত।
স্থানীয় গ্রাম পুলিশের চকিদার জানান উখিয়া থানার এক দল পুলিশ গতকাল সন্ধ্যায় অর্তকিত অবস্থায় কোটবাজার বর্মাইয়া বাজারে হানা দেয়। পুলিশ রোহিঙ্গাদের বিপুল পরিমান ত্রান সামগ্রী বিক্রির জন্য রাখা নিত্যপন্য জব্দ করে এবং ৪ জনকে আটক করে গাড়িতে তুলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিক্ষোব্দ জনতা ধাওয়া করে পুলিশের গাড়ি ব্যারিকেট দিয়ে জব্দকৃত মালামালও আটক ব্যাক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেঢ ও সহকারী কমিশনার ভূমি একরামুল ছিদ্দিকের নেতৃত্বে উখিয়া থানার ওসি মো: আবুল খায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে লাঠি চার্জ করে চত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় সচেতন জনগন জানান বাজারে নিত্যপন্য বিক্রি কালে পুলিশের অভিযান, মালামাল জব্দ ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আটক ঠিক হয়নি। পুলিশের উচিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রান সামগ্রী আনার সময় অভিযান করা।
উখিয়া থানার ওসি ঘটনার সত্যতা শিকার করে বলেন পুলিশের কাজে বাধাঁ দেওয়ার মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...