প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৩:২৩ পিএম , আপডেট: ২৫/০৩/২০২০ ৩:২৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::
উখিয়া উপজেলার রাজাপালং আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনজেসি) উচ্চ বিদ্যালয়কে উখিয়া উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষনা করা হয়েছে। এটি জেলার দ্বিতীয় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন। এর আগে উখিয়ার ইনানীতে আরো কক্সবাজার জেলা প্রশাসন আরো ৩ টি রিসোর্টকে গত ২৩ মার্চ প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষণা করে। স্কুলটি প্রস্তুত করে উপজেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন হিসাবে সাইনবোর্ড লাগানো হয়েছে।

উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আপাতত ১শ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রস্তত করা হয়েছে। প্রয়োজন হলে মাঠে তাঁবু খাটিয়ে বর কয়েকশ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করার প্রস্তুতি রাখা হয়েছে। ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, উখিয়ার পালং গার্ডেন সহ আরো কয়েকটি স্কুলকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য প্রাথমিকভাবে সিলেকশন করে রাখা হয়েছে। প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা যাবে।

ইউএনও মোঃ নিকারুজ্জামান আরো বলেন, যারা হোম কোয়ারান্টাইন মানবেনা তাদেরকে আইনশৃংখলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের রাখা হবে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন অনেকটা কারাগারের মতো।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...