প্রকাশিত: ০৪/০৩/২০১৮ ৪:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫১ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ইনানী বটতলী স্টেশনে এক ভয়াভহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের অগ্নিকান্ড থেকে স্টেশনটি রক্ষা পায়। গত শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে এ অগ্নিকান্ড ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী বটতলী স্টেশনের একটি মার্কেটে অগ্নিকান্ড সংঘটিত হয়। উক্ত অগ্নিকান্ডে মৌলভী আবুল মনজুরের মালিকানাধীন দু’টি দোকান সহ অন্ত:ত ১০টি দোকান সম্পূর্ণ রূপে পুড়ে চায় হয়ে যায়। ফায়ার সার্ভিস ষ্টেশনের ম্যানেজার জানান, খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ চা দোকানদার মোক্তার আহমদ বলেন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই মার্কেটের সব কয়টি দোকান পুড়ে যায়। এতে অন্ত:ত ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
স্থানীয় গ্রামবাসীরা জানান, গত শনিবার বিকেলে একই এলাকার হাবিব উল্লাহ ও তার ছেলে কয়েকজন লোক নিয়ে মার্কেটের সামনে একটি দোকানঘর তৈরি করতে গেলে মৌলভী মনজুরের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়। মৌলভী মনজুরের দাবী তার মালিকানাধীন নিজস্ব জায়গার উপর জোরপূর্বক ভাবে তারা দোকান ঘর তৈরির চেষ্টা করছিল।
এদিকে মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। একে অপরকে এ ঘটনার জন্য দায়ী করছেন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, উক্ত মার্কেটের জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ফায়দা নেওয়ার জন্য তৃতীয় পক্ষ এ ঘটনাটি করছে কি না তাও খতিয়ে দেখা দরকার। ক্ষতিগ্রস্থ আবুল মনজুর অভিযোগ করে বলেন, আসল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাকে আর্থিক ভাবে হয়রানী করার কু-উদ্দেশ্যে কে বা কাহারা পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দিয়ে মার্কেটটি পুড়ে দিয়েছে। ঘটনার আসল ক্লু বের করার জন্য দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...