প্রকাশিত: ২৩/০১/২০১৭ ১০:৫০ এএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জাল নোট সহ ৩ জনকে আটক করেছে। রবিবার দুপুরে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে দক্ষিণ শিলের ছড়া তিন রাস্তার মাথায় অভিযান চালিয়ে জাল নোট সহ ৩ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল উখিয়া শরণার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তির বি ব্লকের বাসিন্দা মৃত রশিদ আহাম্মদের ছেলে রোহিঙ্গা যুবক মোঃ সেলিম প্রঃ গুরা মিয়া (২৫), একই ব্লকের বাসিন্দা ইসমাইলের ছেলে মোঃ ইমতিয়াজ (২০) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের মোঃ হোছনের ছেলে জাবেদ (২৭)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ৫শত টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...