সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ৯:৪৯ পিএম

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ বিশ্বের এক অনন্য নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জনপদ। এদেশের প্রত্যেক মানুষের রয়েছে অশেষ সম্ভাবনা। আমরা দেশের জনগণ কে জনশক্তিতে পরিণত করতে চাই। সম্ভাবনার প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলে সকলের জন্য বাসযোগ্য ও নিরাপদ জনপদে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে আমরা বাংলাদেশ কে সমৃদ্ধ জনপদে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি মানবিক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি জনগণ কে জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। ২৫ এপ্রিল কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানীর সভাপতিত্বে সেক্রেটারি হোসাইন মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসী এক কঠিন সময় পার করছে। লক্ষ-লক্ষ রোহিঙ্গা শরণার্থী হিসেবে থাকায় স্থানীয় জনসাধারণ নিরাপত্তা ও সুরক্ষা সংকটে নিপতিত। স্থানীয় জনসাধারণের জীবন-মান উন্নয়নে সরকারসহ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কে আরো পরিকল্পিত কাজ করা প্রয়োজন। জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের আর্থিক সচ্ছলতা ও জীবন-মান উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরো জোরদার করা হবে। তিনি দেশ গঠনে জামায়াতে প্রতি সহযোগিতা ও সমর্থন কামনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদওয়ানুল হক জিশান, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার দিদার আহমদ, এজিপি অ্যাডভোকেট কলিম উল্লাহ মামুন, জালিয়াপালং ইউ পি সদস্য হাফিজ মাওলানা জালাল আহমদ, শিক্ষক পরিষদ নেতা মাওলানা নূরুল হক।

পাঠকের মতামত

রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, পালংখালী তাজমান হাসপাতালসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...