এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ৬:৫৩ পিএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে।

রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া সদর বিটের কুতুপালং এলাকায় কয়েকটা অভিযান চালিয়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে বনায়ন উপযোগী করে সাইনবোর্ড টাঙিয়ে দেন বন-কর্মকর্তারা।

সদরবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনায়নের অনেক জমি কিছু প্রভাবশালীরা জবরদখল করে স্থাপনা গড়ে তুলে বিভিন্ন এনজিও ও অন্যন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে বড় ধরণের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এসব বনের জমি গুলোতে বাগান করতে উখিয়া রেঞ্জ নিয়মিত জবরদখল মুক্ত অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ কুতুপালং ৯নং ওয়ার্ডের আব্দুর রহিম,কামাল উদ্দিন ,সৈয়দ উল্ল্যাহ এর দখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা শাহীনুর ইসলাম (এসিএফ) জানান, বনভুমি পুনঃউদ্ধারে উখিয়া রেঞ্জ তৎপরতা চালাচ্ছে। এইখানে কেউ বাধা দিলে বন-আইনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের প্রতিনিধি হিসাবে বনজসম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা এসব অভিযান চালাচ্ছি।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...