ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মো. আশিক তালুকদার (২৭)কে অস্ত্র, গুলি, মাদক ও সেনাবাহিনীর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উখিয়ার মরিচ্যা পালং মধুঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আশিক তালুকদার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম হলদিয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তারের পর আশিকের দেয়া তথ্যে তার বাড়ির পাশের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পুরাতন পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, একটি সেনাবাহিনীর হেলমেট, একটি আনসারের পিক্যাপ, সেনা সমরবিদ্যার ২টি বই, একটি লোহার শিকল (দৈর্ঘ্য ১১ ফুট ৬ ইঞ্চি) ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে, গত ৫ জুন সেনা অভিযানে শীর্ষ ডাকাত মো. শাহীন আটক হন। তার বাড়ি থেকে একে-২২ রাইফেল, তিনটি একনলা বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১০টি ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। ওই সময় তার আরও দুই সহযোগীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৪০–৪৫ জন। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে। গ্রুপটি ভারী অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পাঠকের মতামত

অনিশ্চয়তার মুখে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর শিক্ষাজীবন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আর্থিক সংকটে প্রায় ৬ হাজার ৪০০ এনজিও-পরিচালিত অনানুষ্ঠানিক স্কুলে ক্লাস নেওয়া বন্ধ ...

৮ বছরে পা হারিয়েছে ৪৪, নিহত ৫বিপদ জেনেও মাইন পুতে রাখা জায়গায় যাচ্ছে সীমান্তের লোকজন

ওমর ফারুক হিরু :: মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরনের ঘটনা। ...

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...