

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ছয়জন কিশোর একসাথে সমুদ্রে মাছ ধরতে গেলে হঠাৎ জোয়ারের স্রোতে ভেসে যায় হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫)। তারা মনখালী এলাকার বাসিন্দা ও মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় আব্দুর রহমান বলেন, “সকালে ছেলেগুলো মাছ ধরতে যায়। হঠাৎ স্রোতে পড়ে দুইজন নিখোঁজ হয়। দ্রুত তাদের উদ্ধার করা জরুরি।”
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে নিখোঁজদের উদ্ধারে।
পাঠকের মতামত