উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৭:৩১ এএম

কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১১ এ সেনাবাহিনী ও এপিবিএন এর যৌথ অভিযানে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ক্যাম্প-১১ এর সি/৬ ব্লকে মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) ও নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসীরা হলেন:

মোঃ আনাস (৩০), পিতা: মোঃ ইউসুফ, ক্যাম্প ১১, ব্লক ই, এফসিএন: G798360

মনসুর আহমেদ (৩২), পিতা: নুর বসর, ক্যাম্প ৯, ব্লক সি-১৪

ইয়াসের আরাফাত (৩৫), পিতা: নাজিমুদ্দিন, ক্যাম্প ৯, ব্লক সি-১৬

কেফায়েত উল্লাহ (৩৫), পিতা: সৈয়দ আহমেদ, ক্যাম্প ১১, ব্লক সি-৬, এফসিএন: ১৯২৩৪২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। নবী হোসেন বর্তমানে Arakan Rohingya Army (ARA)-এর কমান্ডার এবং Rohingya Committee for Peace and Repatriation (RCPR) এর প্রধান দিল মোহাম্মদের অধীনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযানের সময় নবী হোসেন গ্রুপের সদস্যরা জনৈক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের কাছ থেকে বিদেশি অস্ত্র কেনার জন্য ক্যাম্প ১১ তে সমবেত হয়েছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে যেতে সক্ষম হলেও চারজন সন্ত্রাসীকে আটক করা হয়।

উদ্ধারকৃত UZI SMG অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে থাকে, যা ক্যাম্প ৮ (ইস্ট)-এ নবী হোসেনের আস্তানায় নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

নবী হোসেন ২০২৩ সালে মিয়ানমারের চাকমা কাটা ও তমব্রু সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই ক্যাম্প এলাকায় এক ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হয়। সে ইয়াবা ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত, এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এতদিন গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছে।

বর্তমানে সে ক্যাম্প ৮ (ইস্ট)-এ অবৈধভাবে ৬০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থের একটি পাকা বাড়ি নির্মাণ করেছে, যা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের মহড়া, অবৈধ অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ রোহিঙ্গা জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। সময় থাকতেই এই অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...