ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৪/২০২৩ ৪:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে মোহাম্মদ কাশেম মিয়া (৪৮) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।

গতকাল শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাত ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক প্রবাসীর পরিতক্ত বাড়ীতে লাশ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ কাশেম মিয়া আসরের নামাজ পড়ে বালুখালী বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হয়৷ সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা খুঁজাখুঁজির এক পর্যায়ে রাতে খবর আসে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশে নিখোঁজ ব্যক্তির লাশ পড়ে আছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধার হওয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে নিহতের ঘটনা উদঘাটনসহ জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...