ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৫ ১:৪৬ পিএম

মুসলিম উদ্দিন :
উখিয়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নুর আহম্মদ যোগদানের পর থেকেই অপরাধ দমনে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তার নেতৃত্বে গত রাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক হেভিওয়েট নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, উখিয়া থানার মামলা নং–৪৩/২০২৫-এর প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন বড়ুয়া। তিনি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া মাঝের পাড়া এলাকার মৃত মহেন্দ্র লাল বড়ুয়ার পুত্র।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ জানান, মিলন বড়ুয়া ছাড়াও অপর একজনকে ভোররাতে আটক করা হয়েছে। তার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র সাধারণ মানুষকে হয়রানি করত। প্রকৃত অপরাধীরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও সাধারণ মানুষ নানা হয়রানির শিকার হয়েছেন। নতুন ওসির নেতৃত্বে সেইসব অপরাধীদের আইনের আওতায় আনা শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। আশ্চর্যের বিষয় হলো, এই অভিযানে সাধারণ জনগণের পাশাপাশি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মীও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এতদিন সাধারণ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও প্রভাবশালী নেতাদের ধরা হয়নি। এবার সেই ধারণার পরিবর্তন ঘটেছে।

নতুন ওসি নুর আহম্মদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকাকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...