নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬/০১/২০২৫ ৮:৩৩ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে জব্দকৃত ৮ হাজার ঘনফুট বালু লবণ দিয়ে বনে মিশিয়ে দিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরখোলা এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়৷

বনবিভাগ সূত্র জানাযায়, গত ১৫ জানুয়ারি পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে ৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়৷ শনিবার সেই বালি লবণ মিশিয়ে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বিট কর্মকর্তা বিলাশ দাশ, দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি সহ প্রমুখ৷
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, উখিয়া রেঞ্জের এই বিটে অবৈধ পাহাড় ও বালু উত্তলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করায় প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে একটি চক্র৷ তারপরও অভিযান বন্ধ করতে পারেনি৷ শনিবার জব্দকৃত বালিগুলোতে লবণ মিশিয়ে মাটিতে বিলিয়ে দিয়ে আসছি৷

এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকারী ও পাহাড় খেকোর বিরুদ্ধে বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে৷ তারই ধারাবাহিকতায় শনিবার চোরখোলা এলাকায় জব্দকৃত বালি গুলোতে লবণ মিশিয়ে বনে বিলিয়ে দেওয়া হয়েছে৷ এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, আগে একটি সিন্ডিকেট পাহাড় এবং বালু নিয়ন্ত্রণ করছিলো বর্তমানে আরেকটি পক্ষ নিয়ন্ত্রণ করছেন পাহাড় কাটা এবং বালু উত্তোলন। এসব বালু ও পাহাড় খেকোর বিরুদ্ধে বনবিভাগ নিয়মিত অভিযান ও মামলা দিয়েও বন্ধ করতে পারছেন না৷ এসব অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা স্থায়ীভাবে বন্ধ করে না পারলে বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে এই উপজেলার মানুষের।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...