প্রকাশিত: ০৮/০৩/২০২০ ৮:১৩ এএম

এম.কলিম উল্লাহ, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলা শাখার ক্বেরাত সম্মেলনে কুরআন প্রেমিকদের ঢল নেমেছে। শনিবার (৭মার্চ) বাদে আসর থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বাদে মাগরিব দেশীয় ক্বারীরা তিলাওয়াত করেন। রাত সাড়ে ৮ টার পর থেকে মঞ্চে আসেন আন্তর্জাতিক ক্বারীগণ।
কোটবাজার দক্ষিণ ষ্টেশন চত্বরে ২য় বারের মত ক্বেরাত সম্মেলনে কুরআন প্রেমিকদের উপস্থিতি চোখে পড়ার মতো ।

জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলা শাখার আয়োজনে ২য় ক্বেরাত সম্মেলনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ, ভারত ও কক্সবাজারের খ্যাতনামা কারীগণ।

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী,সভাপতি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা(ইক্বরা)
পরিচালক মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ। কারী মানজুর আহমদ ভারত, কারী তোফাইল আহমদ ভারত, বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ জাকারিয়া ঢাকা, ক্বারী আশিক মুস্তাভী ঢাকা, শিশু কারী আবু হুজাইফা মোহাম্মদ লাবিদ ককসবাজার,শিশু কারী তাসনিমুল হাসান জুনায়েদ কক্সবাজার সহ দেশের খ্যাতনামা ক্বারীরা মঞ্চে উপস্থিত হয়েছেন।
ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন, মাওলানা এ.কে. এম.আবুল হাসান আলী অধ্যক্ষ রাজাপালং ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, উখিয়া ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব নুরুল হুদা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উপজেলা চেয়ারম্যান, উখিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হক চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান, উখিয়া। জনাব জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান উখিয়া।জনাব সরওয়ার জাহান চৌধুরী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। সোলতান মাহমুদ চৌধুরী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উখিয়া। খাইরুল আলম চৌধুরী চেয়ারম্যান ২নং রত্না পালং ইউনিয়ন পরিষদ।
মাওলানা আব্দুল হক, মাওলানা আবুল ফজল,
মাওলানা রহমত উল্লাহ। জনাব নুরুল হুদা প্রধান উপদেষ্টা, জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলা শাখা। আহবায়ক সেলিম কায়ছার, যুগ্ম আহবায়ক, মাহমুদুল করিম।

ক্বেরাত সম্মেলনে হামদ ও নাত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, সুরকার ও কবি রিয়াজ হায়দার পরিচালক, সুবহে সাদিক শিল্পীগোষ্ঠী। মোঃ আব্দুর নূর পরিচালক, নিবেদন শিল্পীগোষ্ঠী। শিল্পী আনোয়ার হোসেন আজাদ ঢাকা। শিল্পী রেজওয়ানুল করিম, শিল্পী তারেক রহমানের ইসলামি সঙ্গীতে শ্রোতাদের বেশ আনন্দ দেয়।
ক্বেরাত সম্মেলনের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি আয়োজকদের নিজস্ব নিরাপত্তকর্মীরা নিয়োজিত আছে।

পাঠকের মতামত

উখিয়া থানা থেকে যেভাবে মুক্তি মেলে আন্দোলনকারী শিক্ষকদের

কক্সবাজারের উখিয়ায় এনজিও চাকরিচ্যুত হোস্ট শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আন্দোলন ঘিরে দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয়তার ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন , গ্রেপ্তার-২৮, পরে মুক্তি

জুলাই বিপ্লবী জিনিয়াকে ছাত্রলীগ ট্যাগে আটক করে ছিলো উখিয়ার পুলিশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত ...

উখিয়া থানা পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষকদের কি ঘটেছিল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের কারণে বুধবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আটক ২০, আহত ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে করা আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ...

উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে আজও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে আন্দোলনে যোগ ...