টেকনাফে ইয়াবাসহ বিএনপি নেতা আটক
কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ...
কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউপি সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়েছে। নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সকলেই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যার শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।
পাঠকের মতামত