
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতত্ব হয়।
আমন্ত্রিত কয়েকজন প্রতিবন্ধী জানান, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ডাকা হলেও অনুষ্ঠানস্থলে গিয়ে তারা শুধু নাস্তা ও ভাতের প্যাকেট পেয়েছেন।
তাদের অভিযোগ—১৪৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ৯০ জন। তারা প্রশ্ন তুলেছেন, “বাকি খাবারের প্যাকেট কোথায় গেল?” নতুন সমাজসেবা কর্মকর্তা না থাকায় দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তা নজরুল ও এনজিওদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তোলেন তারা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
যোগাযোগ করা হলে আইন কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠানটির আয়োজক ছিলেন এনজিওরা, সমাজসেবা কার্যালয় শুধু সহযোগিতা করেছে। তিনি আরও জানান, ১২ ডিসেম্বর সেভ দ্য চিলড্রেন শীতবস্ত্র বিতরণ করবে।এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত