উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে পানের খিলি বিক্রেতা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী জসিম আহাম্মদকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানা পুলিশের একটি দল হঠাৎ করেই তার দোকান থেকে তাকে আটক করে নিয়ে যায়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই এ গ্রেপ্তার। তবে কোন মামলায় তাকে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগের একটি রাজনৈতিক মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্তি পান জসিম আহাম্মদ। এরপর নতুন করে ব্যবসা গুছিয়ে নেয়ার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ ফের গ্রেপ্তার হওয়ায় তার পরিবার ভেঙে পড়েছে। পরিবারের দাবি, তিনি একজন সাধারণ কর্মী, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার হয়রানির শিকার হচ্ছেন।
জসিম আহাম্মদ পানের খিলি বিক্রি করে সংসার চালাতেন এবং তিনিই পরিবারে একমাত্র উপার্জনকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে তার সদ্য এসএসসি পাস করা ছেলেকে এখনও কলেজে ভর্তি করাতে পারেননি তিনি।
এ বিষয়ে উখিয়া থানার ওসি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে আটক করা হয়েছে। তবে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে—শীর্ষ নেতাদের বদলে কেন বারবার পাতিনেতা, চুনোপুঁটি ও সমর্থক পর্যায়ের সাধারন কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাঠকের মতামত