অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রকাশ্য আলোচনায় না আসলেও অনেক আগে থেকেই গুঞ্জন ছিলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে উখিয়া-টেকনাফ তথা কক্সবাজার -৪ আসন থেকে তিনি মনোনয়ন চাইবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের শেষ দিনে সত্য হলো সেই গুঞ্জন। জানা গেছে, বিদেশে অবস্থান করা শফিউল আলমের পক্ষ থেকে তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। শফিউল আলম বিশ্ব ব্যাংকের পরিচালক হিসেবে আমেরিকায় দায়িত্ব পালন করছেন। এদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের মনোনয়ন ফরম জমা দেয়ার পর উখিয়া -টেকনাফের আওয়ামীলীগের মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ।
পাঠকের মতামত