ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১০:২৭ এএম

মুসলমানদের বড়ো এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশে বাড়ছে মানুষজনের চলাচল ও উদযাপনের প্রস্তুতি। পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রা নিয়ে জনমনে নানা ধরনের জল্পনা আছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ ১০ দিনের পূর্বাভাস বলছে, ঈদের আগে ও পরের দিনগুলোতে আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। তবে বড় ধরনের বৃষ্টি বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে, ওই ১০ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া হবে মেঘলা ও কিছুটা গরম। তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে। কোনো কোনো সময় আরো বেশি হয়ে যেতে পারে। বৃষ্টি থাকায় খুব বেশি তাপমাত্রা ওঠার সম্ভাবনা নেই। বাতাসে আদ্রতার পরিমাণ মাত্রা বেশি থাকায় কিছুটা ‘ভ্যাপসা’ গরম থাকতে পারে এবং সেটা কারো কারো জন্য অস্বস্তিকর কারণ হতে পারে।

ঈদের আগের দিন ৬ জুন এবং ঈদের দিন ৭ জুন সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকাসহ কিছু অঞ্চলে সন্ধ্যার দিকে হতে পারে অল্প বৃষ্টি। তবে দিনের বেলা আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক ও সহনীয়। আবহাওয়াবিদদের মতে, ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে সেটি হবে হালকা ও স্বল্পমেয়াদি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে রাস্তায় হাঁটু পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও দিনের বেশির ভাগ সময় রোদের দেখা মিলতে পারে।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের আপনজনের কাছে যাওয়ার সময়টিতেও বৃষ্টি ও গরমের সংমিশ্রণে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন তারা। বিশেষ করে রাজধানীতে বের হওয়ার সময় রাস্তায় অসহনীয় যানজট বাড়ি ফেরার কষ্টকে শুরুতেই বাড়িয়ে দিতে পারে। গতকাল বুধবার বিকেলে রাজধানী থেকে বের হওয়ার সময় প্রচণ্ড যানজট ছিল। গাড়িগুলোতে ২ মিনিটের রাস্তা অতিক্রম করতে আধা ঘণ্টার বেশি সময় লেগেছে। রাজধানী থেকে বের হওয়ার সময় যানজট বুধবার গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল।

এ ছাড়া যানজটের সাথে ঘাম ও ধুলাবালিতে শরীরের ক্লান্তি আরো বাড়িয়ে দিয়েছে অনেকের। চিকিৎসকরা বলছেন, গরমের মধ্যে যাত্রাপথে হালকা পোশাক পরিধান করা, সাথে যথেষ্ট পরিমাণে পানি রাখা উচিত।

আবহাওয়াবিদরা বলছেন, ঈদের পর দিন ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ঈদের মৌসুমে দেশে আবহাওয়া থাকবে মোটামুটি অনুকূলে। আকাশে মেঘ, হালকা বৃষ্টি ও মাঝারি মাত্রার গরম থাকতে পারে। সব মিলিয়ে ঈদের আনন্দে বড় কোনো বিঘ্ন ঘটবে না বলেই আশা করছেন আবহাওয়াবিদরা।

ঈদের মধ্যে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট রাখলে ভালো। গরমে পর্যাপ্ত পানি পান করা উচিত। বেশি খাওয়া-দাওয়ায় বদ হজম হয়ে ডায়রিয়াসহ নানা ধরনের অসুখ হতে পারে। বেশি চর্বিসমৃদ্ধ গোশত খাওয়ার আগে নিজের বয়সের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বয়স্ক মানুষদের গরুর গোশত কম খাওয়াই ভালো।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...