প্রকাশিত: ২৯/০৩/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ এএম

পিরোজপুরের ঝাটকাঠি এলাকা থেকে ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটক বিজিবি সদস্যের নাম মো. আকাইদ সরদার (২৫)। তিনি কুমিল্লা বিজিবিতে কর্মরত। পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুল হক জানান, বুধবার (১৮ মার্চ) সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় অভিযান চালিয়ে আকাইদ সরদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার করা আকাইদের বাড়ি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে। তার বাবার নাম আকরাম হোসেন সরদার।

এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে আকাইদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ডিবির ওসি মিজানুল হক বলেন, ‘ওই দিন ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য ঘটনাস্থলে নিয়ে এসেছিল আকাইদ।’

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...