প্রকাশিত: ১২/০৯/২০১৬ ৭:২৭ এএম , আপডেট: ১২/০৯/২০১৬ ৭:২৭ এএম

রফিক মাহামুদ, উখিয়া:
উখিয়ার ইনানীতে পুলিশ অভিযান চালিয়ে ২ কেইস বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মদসহ এক যুবকে অাটক করেছে। অাটককৃত যুবক উপজেলার সোনার পাড়া গ্রামের বাসিন্দা জাফর অালমের পুত্র মোঃ শাহজাহান (৩৫) বলে জানা গেছে।

১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ইনানী পুলিশ ফাঁড়ির এস অাই অারিফের নেতৃত্বে একদল পুলিশ গুপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে মদসহ অাটক করে। অাটককৃত যুবক শাহজাহানকে ছাড়িয়ে নিতে জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মেম্বার রফিক উল্লাহ পুলিশের উপর হামলা চালানো চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

স্থানীয় মেম্বার রফিক উল্লাহ দীর্ঘ দিন ধরে পর্যটন এলাকা ইনানীর বিভিন্ন রিসোর্ট ও হোটেলে মাদক দ্রব্যের ব্যাবসা করে অাসছিল বলে একাধীক সূত্র জানিয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ অাবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...