প্রকাশিত: ০৬/০৪/২০২০ ১০:২২ পিএম

হাবিবুল ইসলাম হাবিব::
মানবসেবায় আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বদরুল হাসান মিলকি। হতদরিদ্রদের পক্ষে এক আলোকবর্তিকা এই ব্যক্তিত্ব
কক্সবাজারের সুপরিচিত স্বনামধন্য একজন ডেভলপমেন্ট কোম্পানি, স্বনামধন্য ওয়েলকাম প্রপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেও মানবসেবা যেন তার মূল লক্ষ্য।

জানা যায়, দীর্ঘ আঠারো (১৮) বছর ধরে বিশাল আকৃতির টিউমার নিয়ে টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়াস্থ আব্দুর রহমান অসহ্য যন্ত্রণায় মানবেতর জীবন যাপন করে আসছিলেন। কিন্তু এই হতদরিদ্র লোকটির পাশে দ্বাড়ানোর ভাগ্য কারো না জুটলেও মিলকি তা হাতছাড়া করেননি।

গত ১৭ মার্চ টেকনাফে মানবতাবাদী বদরুল হাসান মিল্কির নজরে পড়ে যায় বিশাল আকৃতির এই টিউমার রোগী আব্দুর রহমান। এতে মিলকি নিজের বিবেকের কাছে প্রশ্নের উত্তর দিতে পারেননি। একটি সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে সুশীল গড়ার প্রত্যয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, এই হতদরিদ্র রোগীকে সফল অপারেশনের মাধ্যমে নতুন স্বপ্ন উপহার দেওয়ার লক্ষ্যে মহৎকাজটি নিজ খরচে সম্পন্ন করবেন। সমাজে এইসব হতদরিদ্র লোকদেরও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।

৬এপ্রিল সোমবার সকাল ৮ঘটিকায় চকরিয়ায় ডুলাহাজারা মালুমঘাট নিউ মেমোরিয়াল হাসপাতালে আলোচিত আমেরিকান ডা. কেলির নেতৃত্বে এই হতদরিদ্র আবদুর রহমানের অপারেশন সম্পন্ন হয়েছে। টিউমারটির ওজন ছিল ৭ কেজি।

এর আগে গত ১০ মার্চ উক্ত হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর ধরে ২২ কেজি ওজনের টিউমার নিয়ে নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন নুর হোছেন পাগলা। এই নুর পাগলাকে নতুন জীবনে ফিরিয়ে দেয়ায় পুরো দেশের সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বদরুল হাসান মিল্কী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভূঁয়সী প্রশংসা করা হচ্ছে। তাকে মানবতাবাদী আখ্যা দিয়ে ‘স্যালুট’ জানাচ্ছে অনেকে। কিছুদিন অতিবাহিত হতে না না হতেই আবারও একজনকে সমাজে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন এই বীর পুরুষ।

এ ব্যাপারে স্বনামধন্য ডেভেলপার ওয়েলকাম প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান মিল্কী বলেন, সকাল ৮টায় হত-দরিদ্র আবদুর রহমানকে অপারেশন থিয়েটারে প্রবেশ করান ডাঃ কেলি’র নেতৃত্বে চিকিৎসক দল। দীর্ঘ ৬ ঘন্টা চিকিৎসকদের সাথে রোগীর পাশেই অবস্থান করেছিলাম। তার শারীরিক অবস্থা এখন ভাল। অসহায় এই লোকটির সফল অপারেশন সম্পন্ন হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি পাশাপাশি পরপর দুই বার এমন মহৎ কাজগুলো দায়িত্ববোধ মনে করে হতদরিদ্রদের জন্য করছি আগামীতেও করে যাব ইনশাআল্লাহ।

পাঠকের মতামত

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী কনস্টেবল প্রার্থীদের বিনামূল্যে পরিবহন দেবে পুলিশ

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ...

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...