৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে একটি করে ল্যাপটপ বিতরণের কার্যক্রম শুরু করেছেন।
আজ শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় আট বিভাগের আটটি অফিসে একটি করে ল্যাপটপ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন বাসস’কে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগের সকল জেলা কমিটিকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে সারা দেশে দলীয় প্রচার-প্রচারণা সহজে চালানো যাবে।
তিনি বলেন, বাকি জেলার নেতাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে নিজ নিজ জেলার দলীয় কার্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ সংগ্রহ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত