ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১২/২০২৫ ৯:০২ এএম

কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইমরান নামের এক যুবক।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো, সাথে তিনি মাদকাসক্তও ছিলেন। এছাড়া তিনি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, ইমরানকে একটি রুমের ভেতর থেকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় তারা উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা। যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...