প্রকাশিত: ২৪/১১/২০২১ ১০:১৯ পিএম

বার্তা পরিবেশক::
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াবুল সিআইপি দ্বিতীয়বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের চতুর্থ ছেলে। বিশিষ্ট ব্যবসায়ী মো জিয়াবুল টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী মেসার্স বিছমিল্লাহ ট্রেড সেন্টার, মেসার্স আমির এন্টারপ্রাইজ, মেসার্স এম জেড এন্টারপ্রাইজ ও মেসার্স আমির ফিলিং স্টেশন (সত্বাধিকারি) ২০২১ সালে কক্সবাজার জেলা অঞ্চলের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১০ সালেও প্রথমবারের মতো টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানির বিপরীতে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। মরহুম হাজী আমির হোসাইন মেম্বারে ১০ জন ছেলে-মেয়ের মধ্যে মোঃ জিয়াবুল চতুর্থ ছেলে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আয়কর বিভাগের উদ্যোগে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কর অঞ্চল ১ এর কমিশনার সৈয়দ আবু দাউদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। পরে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম স্বাক্ষরিত ক্রেস্টটি মোঃ জিয়াবুল হাতে তুলে দেন অতিথিরা। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বোর্ড আয়কর অনুবিভাগ “সেরা করদাতা সম্মাননাপত্র” কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর সম্মানিত করদাতা মোঃ জিয়াবুল টিআইএন:১৮৩১৩৯১০২০৪৩ ২০২০-২০২১ কর বছরে কক্সবাজার জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা (৪০ বছর বয়সের নিচে) হওয়ায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী খাতুন মনজুর মোর্শেদ, মোঃ জিয়াবুলের চার ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সি এন্ড এফ এজেন্ট হাজি মোহাম্মদ আয়াজ, হাজি মোহাম্মদ বেলাল আলী, হাজি মোহাম্মদ রফিক কাউন্সিলর ও হাজি মোহাম্মদ ইউনুচ প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...