প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:২৭ পিএম , আপডেট: ১৫/১১/২০১৬ ১০:০৭ পিএম

screenshot_2সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::

নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই,ইউএনও হিসেবে উখিয়া উপজেলায় যোগদান করার পর থেকে একের পর এক জনবান্ধব কাজ করে যিনি আলোচনায়।যাকে নিয়ে এত মাতামাতি,এত আলোচনা সেই ইউএনও মাঈন উদ্দিন এখন এতিম ও গরীব বান্ধব ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন উখিয়ার গনমানুষের কাছে।গরীব ও এতিমদের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে এসেছেন,এখনো চালিয়ে যাচ্ছেন যেখানে পাচ্ছেন।১৫ নবেম্বর তিনি কুতুপালং বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নেয়ার পাশাপাশি পোশাক আশাকের বিষয়টিও গভীরভাবে লক্ষ্য করেন।সকাল ১১ টায়, কুতুপালং উচ্চ বিদ্যালয়ে চলমান জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে

অাসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাঈন উদ্দিন। উক্ত কেন্দ্র পরিদর্শন শেষে , চলে অাসার সময়, পার্শ্বে অবস্থিত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হৈ হুল্লোড় দেখে পা বাড়িয়ে ঐ স্কুলে যান, অতঃপর ইউএনও প্রবেশ করলেন ক্লাসে,খোজখবর নিলেন লেখাপড়ার, ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার খবর নিতে গিয়ে, এক পর্যায়ে কামরুল ইসলাম নামের এক স্কুল ছাত্রের ড্রেস এর অবস্থা দেখে, তিনি ( u.n.o.) জিজ্ঞাসা করলেন, তোমার জামা ছেড়া কেন? জবাবে ঐ ছাত্র বললেন, অামার বাবা নাই, যার কারনে ছেড়া জামা পড়েই প্রতিদিন স্কুলে অাসি স্যার, এই কথা শুনে, উপজেলা নির্বাহী অফিসার খুবই বিস্মিত হন এবং (ঐ সময় তিনটা ক্লাস চলছিল) সাথে সাথে পাশের ষ্টেশনে গিয়ে, তিনটা ক্লাসের ( ছবিতে দেখা যাচ্ছে) ১৫ জন পিতাহীন ছাত্র/ছাত্রীদের নতুন স্কুল ড্রেস সেলাই করে দেয়ার ব্যবস্থা করেন। উক্ত ছাত্র/ছাত্রীদের নাম এবং শ্রেণি যথাক্রমে ১) ইয়াছমিন অাক্তার,২য় শ্রেণি ২) মোঃ তাজউদ্দিন,২য় শ্রেণি ৩) কামরুল ইসলাম,১ম শ্রেণি ৪) অালাউদ্দিন, ২য় শ্রেণি ৫) পমি বড়ুয়া, ১ম শ্রেণি, ৬) শিপন বড়ুয়া, ২য় শ্রেণি ৭) সাগর বড়ুয়া, ১ম শ্রেণি ৮) অানিকা সোলতানা মিষ্টি, ১ম শ্রেণি ৯) রুমা অাক্তার, ২য় শ্রেণি ১০) তামান্না, ১ম শ্রেণি, ১১) মুন্নি অাক্তার, ১ম শ্রেণি ১২) লাইলা, ২য় শ্রেণি, ১৩) সামশুল অালম,৪র্থ শ্রেণি ১৪) নুরুল অাবছার, ২য় শ্রেণি, ১৫) মিজানুর রহমান, প্রি প্রাইমারি প্রমুখ। পর্যায়ে তিনি পিতৃহীন অসহায় ১৫ জন শিক্ষার্থীকে খুঁজে বের করে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেয়ার ব্যবস্থা করেন।এছাড়াও গত ৮ নবেম্বর তিনি অাকস্মিক উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালং এলাকার ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েও ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি অসহায়,হতদরিদ্র,পিতামাতাহীন ৬ জন ছাত্রছাত্রীকে বাছাই করে পাশ্ববর্তী ষ্টেশনে নিয়ে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেওয়ার ব্যাবস্থা করে দেন।ছাত্র / ছাত্রীদের নাম যথাক্রমে ১) সৈয়দুল বশর, ৫ম শ্রেণি, ২) রোইদা বেগম ৫ম শ্রেণি ৩) সুমিনা অাক্তার ৫ম শ্রেণি ৪) সাদিকা ৩য় শ্রেণি ৫) শাবনুর ৩য় শ্রেণি ৬) মোঃ অাবদুল্লাহ ৪র্থ শ্রেণি।এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মোঃ মাঈন উদ্দিন বলেন,অামার ব্যক্তিগত বেতনের টাকা দিয়ে অসহায়,গরিব,এতিমদের জন্য কিছু করতে পারলে অামার খুব ভাল লাগে।

সম্পাদনায় ওবাইদুল হক চৌধুরী/  রাত ১০টা, ১৫-১১-২০১৬

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...