![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/2017/01/FB_IMG_1483970640129.jpg)
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে ধারণ করে সারা দেশের ৪৯৭টি উপজেলায় সাথে উখিয়ায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সরকারের উন্নয়নকে সাধারণ জনগণের কাছে তুলে ধরার জন্য সারা দেশে উপজেলা ভিত্তিক উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে ৯ জানুয়ারী (সোমবার) দুপুর ২টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৈকত ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কে.এম শাহরিয়ার নজরুল, খাদ্য কর্মকর্তা সুনিল দত্ত, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজীর, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা পরিমল বড়–য়া, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এসময় বক্তারা সরকারের ধারাবাহিক উন্নয়নকে আরো বেগবান করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বেসরকারী সংস্থা গুলোকেও এগিয়ে আসতে হবে বলে তারা উল্লেখ করেন। তা ছাড়া সরকার অভাবনীয় সফলতাকে সাধারণ জনগণের দুরগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য আরো আন্তরিক ভাবে কাছ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রায়হানুল ইসলাম মিয়া। উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেদু বড়–য়া পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উখিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহাছিন তানভীর, ত্রিপিডক পাঠ করেন মিলিকা বড়–য়া তুলী, গীতা পাঠ করেন সুরঞ্জিতা চৌধুরী। আলোচনা সভার শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ঝাঁকজমক পূর্ণ মেলায় ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত