ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৭:৪৯ এএম

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর নগরীতে শনিবার সকালে তারা মিছিল করেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা (৩০) ও তার সহকারী শাকিব আলম (২০) এবং ছাত্রলীগ কর্মী রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে অংশ নেওয়ারা একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন। (শনিবার) সকালে হামজারবাগ হযরত কামাল শাহ বোগদাদী মাজারের সামনে ঝটিকা মিছিল করার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

“পালানোর সময় মাইক্রোবাসের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদের তথ্যে ওসি বলেন, “পুলিশকে তিনি বলেছেন, ‘মিছিল করার জন্য’ চকরিয়া থেকে চট্টগ্রামে আসার জন্য তার মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। সেটিতে করে সাত-আটজন আসেন। আর কয়েকজন ঘটনাস্থলে যোগ দেন।”

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।

সূত্র: বিডিনিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...