প্রকাশিত: ১৫/১১/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৪ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে ভ্রাম্যমান আদালত সাড়াশি অভিযান চালিয়ে ৭০লিটার দেশীয় চোলাই মদসহ ৪জন নারী মাদক পাচারকারীদের আটক করেছে। তাদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুকাশিষ চাকমার নেতৃত্বে পুলিশ ও বিজিবির বিশেষ ফোর্স নিয়ে টেকনাফ নেচার পার্ক সংলগ্ন নিরাপত্তা বাহিনীর অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশী চালিয়ে ৭০ লিটার বাংলা মদসহ হ্নীলা চৌধুরীপাড়ার গৌরী রাখাইনের মেয়ে মারী রাখাইন,ধুসে রাখাইনের স্ত্রী পুমে রাখাইন,টেকনাফ কে,কে পাড়ার জাগের হোছনের স্ত্রী তৈয়বা বেগম ও সিকান্দরের স্ত্রী ছলেমা খাতুনকে আটক করে। আটককৃতদের মধ্যে চোলাই মদ বহনের দায়ে ১জনকে ৩মাস এবং অপর ৩জনকে ১মাস করে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য,টেকনাফ শরণার্থী প্রত্যাবাসন কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুর্শেদ মিশু টেকনাফ যাওয়ার সময় যানবাহনে এ্যালকোহল বহন করার বিষয়টি অবগত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা কামনা করলে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...