সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/০৮/২০২৫ ৭:০৪ পিএম , আপডেট: ২২/০৮/২০২৫ ৭:০৪ পিএম

উখিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কর্মীবান্ধব নেতা সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরীক্ষিত নেতা সুলতান মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ৩টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ বক্তা ছিলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম নুরুল বশর চৌধুরী।

সম্মেলনের শেষ ভাগে কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় জেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার পরামর্শক্রমে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, উখিয়ার মানুষ কর্মীবান্ধব নেতৃত্বকে ভালোবাসে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেও সরওয়ার জাহান চৌধুরী ফ্যাসিস্ট সরকারের কারণে দায়িত্ব পালন করতে পারেননি। আজকের সম্মেলন প্রমাণ করে উখিয়ায় বিএনপির নেতৃত্ব আরও সুসংগঠিত হয়েছে।

এদিকে সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল, স্লোগান আর নেতাকর্মীদের ঢল নামে সম্মেলন স্থলে। দিনভর উখিয়ার বিভিন্ন সড়ক, অলি-গলি ছিল ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত।

উল্লেখ্য, বিগত আন্দোলন-সংগ্রামে দলের দুঃসময়ে পরীক্ষিত নেতা হিসেবে সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী উখিয়ার বিএনপিকে আগলে রেখেছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত হওয়াকে নেতাকর্মীরা স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

 

পাঠকের মতামত

সাধারণ মানুষ জানেই না পিআর কী, তারা শুধু ভোট দিতে চায় – উখিয়ায় বিএনপির সম্মেলনে শামীম

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উৎসবমুখর পরিবেশে ...

পটিয়া থেকে প্রত্যাহার হওয়া সেই ওসিকে টেকনাফে পদায়ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার হওয়া পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ...