প্রকাশিত: ২৬/০৯/২০১৬ ৭:৫৩ এএম

see palউখিয়া নিউজ ডটকম:;

উখিয়া টেকনাফের প্রায় ১০ লক্ষ সাধারণ জনগনকে অন্ধকারে রেখে অসাধারণ মানুষদের জন্য নির্মিত ইনানীর অভিজাত শ্রেণীর হোটেল সী-পার্লে চলছে অপ্রয়োজনীয় আলোর ঝলকানি।সারাদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে গিয়ে সাধারণ জনগনকে লোডশেডিং এর ভেলকি দেখাচ্ছে পল্লী বিদ্যুৎ।১ টি ৫ তারকা হোটেলে অভিজাত শ্রেনীকে আলোকিত রেখে ১০ লক্ষ জনগনকে কষ্ট দেওয়া কতটা যুক্তিযুক্ত।ইনানী এলাকা ঘুরে স্থানীয় জনগনের সাথে আলাপ করে জানা গেছে,৫ তারকা হোটেলে সী পার্লে অতিথি থাকুক বা না থাকুক সবসময় থাকে আলোয় আলোকিত।বিশেষ করে বাইরে থেকে দেখলে যে কেউ বুঝতে পারবে এখানে কি পরিমান বিদ্যুতের অপচয় হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে,হোটেলটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার উখিয়া পল্লী বিদ্যুৎ এর সাথে মোটা অংকের চুক্তি করা হয়েছে।তাছাড়া এ ব্যপারে যাতে কেউ কথা বলতে না তার জন্য এলাকার রাজনৈতিক নেতাদের হোটেলে দেওয়া হচ্ছে ছাড়।তাই সবকিছু জানলেও এলাকার কেউ কোন প্রতিবাদ করছেনা।এথচ প্রতিদিনের লোডশেডিং যন্ত্রনায় এলাকার জনগনের রাতের ঘুম হারাম হয়ে গেছে।অব্যাহত লোডশেডিং এ জীবনযাত্রা হয়ে পড়েছে কাহিল।এ থেকে পরিত্রাণ পেতে চায় উখিয়া-টেকনাফের সাধারণ জনগন।এ ব্যাপারে উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম নুর হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...