উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১০/২০২৩ ৬:২৯ পিএম , আপডেট: ১৫/১০/২০২৩ ৯:৫৪ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা রিফুজি ক্যাম্পে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মায়ানমার রিফুজি রিলিফ অপারেশনস (এমআরআরও) আয়োজনে উক্ত দিবস পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিল ছবি প্রদর্শনী,বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ , অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা। এতে সহযোগিতায় ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, সিআইসি অফিসসমূহ ও আরআরআরসি কার্যালয়-কক্সবাজার ।
এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি (বিডিআরসিএস) কুতুপালং ম্যাগা ক্যাম্প-৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছবি প্রদর্শনীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ শামসু দৌজা। এ সময় ক্যাম্প-৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আহসান হাবীব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর মোহাম্মদ বেলাল হোসেন, ডেপুটি ডাইরেক্টর আকরাম আলী রানা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কেরামত আলী; জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিসেস জিং সং, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ইসথার ও আইএফআরসির হেড অব সাব ডেলিগেশন হরিচন্দন ঋসিকেশ উপস্থিত ছিলেন।

বেলা ১২টায় ক্যাম্প-৪ এ রোহিঙ্গা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে সচেতনামূলক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনীতে শত শত রোহিঙ্গা নারী পুরুষ মহড়া উপভোগ করে জ্ঞান লাভ করেন। পরে উক্ত ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও সিনিয়র সহকারী সচিব সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ শামশু দৌজা। বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর মোহাম্মদ বেলাল হোসেন, ডেপুটি ডিরেক্টর আকরাম আলী রানা, প্রোগ্রাম ম্যানেজার মোঃ কেরামত আলী, ইউএনএইচসিআরের সিনিয়র প্রোগ্রাম কো-অডিনেটর মিসেস জিংসং, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চন্দন দাস।

এর আগে আমন্ত্রিত অতিথিরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্যাম্প অফিসার খাইরুল হক ও মিরাজ হোসেন। আলোচনা সভায় , জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি , রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, ইমাম, মোয়াজ্জেম , সাব মাঝি ভোলান্টিয়ার ও সাধারণ রোহিঙ্গা নারী পুরুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...