
সরওয়ার আলম শাহীন ::
করোনা ভাইরাস আতংকে মাস্ক ব্যবহার নিয়ে উখিয়া উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা রঞ্জন কুমার বড়ুয়া বলেছেন,সুস্থ মানুষের মাস্ক ব্যবহার প্রয়োজন নেই। অযথা আতংকিত হবেন না। তবে উখিয়া উপজেলায় রাস্তাঘাটের ধুলোবালির বাস্তবতায় ম্যাস্ক ব্যবহার করলে ক্ষতি নেই।
তিনি আরো বলেছেন, নিয়মিত সাবান দিয়ে হাত মুখ দৌত করতে হবে,পরিস্কার পরিছন্ন থাকতে হবে,এছাড়া বিভিন্ন গুজবের কারনে জনগন আতংকিত হচ্ছে ,তাই গুজবে কান দেবেননা। গুজবের কারনে মানুষ বিভিন্ন জিনিস ব্যবহার করছে,বিভিন্ন জিনিস খাচ্ছে। তাই এসব পরিহার করতে হবে,স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ছাড়া কোন কিছু না করার আহবান জানান তিনি। প্রয়োজনে আই ই ই ডিসি আরের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান স্বাস্হ্য কর্মকর্তা রন্জন বড়ুয়া।
১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা আইনশৃংখলা সভার পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে গঠিত বিশেষ কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
উখিয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সভাপতি উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভী বখতিয়ার আহামদ সহ সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।
পাঠকের মতামত