প্রকাশিত: ২০/০২/২০২০ ১:৪৬ পিএম

শফিক আজাদ::


উখিয়ায় ফিল্ম স্টাইলে দিন দুপুরে সদর স্টেশন থেকে হামিদা আকতার(১৮) নামের এক কলেজ ছাত্রীকে আপহরণ করেছে। অপহৃত কলেজ ছাত্রী উখিয়া নুরুল ইসলামী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী এবং জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের নুরুল আলমের একমাত্র মেয়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই অপহরণের ঘটনাটি ঘটে। এ ঘটনার অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

অপহৃত কলেজছাত্রী বান্ধবী শাবনুর (১৮) ও ছালেহা আকতার (১৮) বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশনের কপি হাউজে বসে তারা ৩ বান্ধবী চা পান করছিল, এসময় হঠাৎ তাদের ক্লাসের ছাত্র ইমরান হোসেন বাপ্পী (১৯) সিএনজি যোগে এসে তাকে টানা হেচড়া করে গাড়ীতে তুলে উত্তর দিকে নিয়ে যায়। তারা বিষয়টি দ্রুত তার পরিবার জানালে তারা থানায় আশ্রয় নেয়।

অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বলেন, আমার মেয়ে কলেজে আসা-যাওয়ার সময় বখাটে বাপ্পী নামের ছেলেটি তাকে বিরক্ত করত। বিষয়টি সে আমাকে জানানোর পর আমি নিজে মেয়েকে কলেজে পৌছে দিতাম, কিন্তু বুধবার ব্যক্তিগত কাজ থাকার কারনে ক্লাসের অন্যান্য বান্ধবীতে সাথে মেয়ে কলেজে আসে। কলেজের সামনে কপি হাউজ থেকে তাকে বাপ্পীসহ কয়েক বখাটে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে আরো বলেন, তার মেয়ের কোন দুষ নেই, কারণ সে এখনো মোবাইল ফোন ব্যবহার করেনা। দ্রুত মেয়েকে উদ্ধার করতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সে জানিয়েছেন।

উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাত কর্মকার বলেন, কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

পাঠকের মতামত

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...