প্রকাশিত: ২২/১০/২০১৯ ৮:৫৯ এএম

কক্সবাজার ডায়াবেটিক পয়েন্ট থেকে গত ১৪ অক্টোবর অপহৃত কক্সবাজার সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী পপি পালকে উদ্ধার করা হয়েছে। সোমবার ২১ অক্টোবর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হতে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি কক্সবাজার ডিবি (ডিডেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের এর ওসি মানষ বড়ুয়া নিশ্চিত করেছেন।

অপহৃত ছাত্রী পপি পালের পিতা সোনারাম পাল জানান, তার মেয়ে প্রতিদিনকার মতো কক্সবাজার শহরের বার্মিজ স্কুল এলাকা থেকে প্রাইভেট পড়ে ১৪ অক্টোবর বিকেল ৩ টার দিকে মধ্যম কুতুবদিয়া পাড়া নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সিএনজি যোগে পপি পালকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনা তার কয়েকজন আত্মীয়স্বজন দেখতে পেয়ে সিএনজি গাড়িটিকে ধাওয়া করলেও তাদের আটকাতে পারেনি।
পরে কক্সবাজার সদর মডেল থানায় অপহৃত পপি পালের পিতা সোনারাম পাল এবিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শহরের মধ্যম

কুতুবদিয়া পাড়ার মোঃ রায়হান (২৫) দীর্ঘদিন যাবৎ তার কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। নানা প্রকার কু-প্রস্তাব দিতো। মেয়েটিকে স্থানীয় আবদুশ শুক্কুরের পুত্র মোঃ রায়হান এর নেতৃত্বে ৩/৪ জন দুর্বৃত্ত ফ্লিমি কায়দায় অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ এক সপ্তাহ পর মামলাটি সদর মডেল থানা হতে সোমবার সকালে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ অপহৃত পপি পালকে একইদিন রাত ৮টার দিকে উল্লেখিত জায়গা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

পপি পালকে উদ্ধার করায় কক্সবাজার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ কক্সবাজার জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...