প্রকাশিত: ১১/০৯/২০১৯ ২:২৫ পিএম , আপডেট: ১১/০৯/২০১৯ ২:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক
নবম পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল জেলার পাঠক প্রিয় অনলাইন পোর্টাল উখিয়া নিউজ ডটকম।

‌দশম বর্ষে পদার্পণ উপলক্ষে উখিয়া নিউজ ডটকমকে শু‌ভেচ্ছা জা‌নি‌য়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এক শু‌ভেচ্ছা বার্তায় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ব‌লেন, আজ দশম ব‌র্ষে পা রাখ‌লো উখিয়া নিউজ ডটকম। আমি আমার পক্ষ‌ থে‌কে উখিয়া নিউজ ডটকমকে জানাই শু‌ভেচ্ছা ও অভিনন্দন।

উখিয়া নিউজ ডটকমে সাফল্য কামনা করে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বস্তু‌নিষ্ঠ ও দে‌শের স্বার্থে সংবাদ প্রকাশ ক‌রে উখিয়া নিউজ ডটকম। আগামী‌তে এই ধারা অব্যাহত থাক‌বে ব‌লে আমি আশা রা‌খি। আবারও সবাই‌কে শু‌ভেচ্ছা।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...