প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৮:১৩ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার টাইংখালী এলাকার আলী আহমেদের ছেলে ও ট্রাকের মালিক মো. ইউছুপ (৩৫), একই এলাকার হামিদুল হকের ছেলে ও ট্রাক চালক খাইরুল বশর (৩০) এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের আলী হোছনের ছেলে মো. ইয়াছিন (৩২)।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে আসা কাঠবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এতে ট্রাক থেকে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...