ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৬:১৭ এএম , আপডেট: ১২/০৫/২০২৩ ৬:২০ এএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ইনানী বন রেঞ্জের আওতাধীন রাজাপালং বনবিটের শীর্ষ দুর্নীতিবাজ বিট কর্মকর্তা মনসুর রহমান বিটের নাইতাঘোনা নামক এলাকার মৃত কালুর ছেলে মালেশিয়া প্রবাসী ছৈয়দ আলম, একই এলাকার আব্দুল খালেকের দুই মালেশিয়া প্রবাসী ছেলে রফিক ও সৌদি আরব প্রবাসী শাহ আলম, কালা মনুর ছেলে দুবাই প্রবাসী নুরুল আলম ও ছৈয়দ নুরে ভরের আলী আহমদ সহ শীর্ষদের সাথে আঁতাত করে তাদেরক সরকারি বনভুমির জায়গায় স্থাপনা নির্মানে সহযোগিতা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুবাই প্রবাসী নুরুল আলম বলেন, আমি দুবাই থেকে এসে সালাম মুন্সির সাথে কথা বলে ভাউন্ডারির কাজ করতেছি।
এব্যাপারে মুন্সি আব্দুস সালাম বলেন, বিট অফিসার যদি সহযোগিতা করলে আমি কি করতে পারি। টাকা নিলে বিট অফিসার নিয়েছে। আমিতো আর নিইনি।

রাজাপালং বিট অফিসার মনসুর রহমান বলেন, টাকা না নিয়ে কি করবো, অফিসের অনেক খরচ আছে তাই, হঠাৎ করে উর্ধতন কর্মকর্তারা চলে আসে তাদের খাবারদাবার আবার বিভাগীয় অফিসের অফিস সহকারীকে মাস শেষে টাকা দিতে হয়। আবার রেঞ্জ অফিসকেও মাস শেষে কত টাকা পেয়েছি তার হিসাব দিতে হয়, আর কত জায়গায় টাকা দিতে হয়, তাহলে এত গুলো টাকা আমি কোথায় পাবো। তাই এসব করে কাজ করতে হয়

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...