ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৮:০১ এএম , আপডেট: ০৫/০২/২০২৩ ৮:০১ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) বৈঠকে বসেন তারা।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক কামার আব্বাস শনিবার এ বৈঠকের ছবি পোস্ট করেন। এতে তিনি লেখেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সহযোগিতাসহ দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচও বৈঠকের তথ্য জানিয়ে টুইট করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেল পর্যন্ত এ কে আব্দুল মোমেনের কলম্বো সফর নিয়ে বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে হিনা রাব্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো টুইট দেখা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কলম্বো সফর করছেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার কলম্বো যান তিনি।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...