উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৩:১৬ পিএম , আপডেট: ০৬/১০/২০২২ ৩:১৭ পিএম

থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।

নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।

জেলা কর্মকর্তা জিদাপা বুনসোম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্দুকধারী যখন দুপুরের খাবারের সময় কেন্দ্রে ঢুকে তখন ৩০ জন শিশু ছিল।

পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংককে একটি সাদা টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক এই পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৩৪
বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।

সূত্র: বিবিসি, ওয়াশিংটন পোস্ট

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...